বিসমিল্লাহির রাহমানির রাহিম
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হৃদয় মাঝে,
যতন করে হৃদয় মাঝে
একা, একা নিরিবিলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
সেই ফুলেরি পাপড়ি গুলো ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুভাষ তাহার কভু শেষ হয়না,
সেই ফুলেরি পাপড়ি গুলো, ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুভাষ তাহার কভু শেষ হয়না,
সেই সুভাষে বেকুল হয়ে
সেই সুভাষে বেকুল হয়ে,
গায় তোমারই গিতালি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হৃদয় মাঝে
যতন করে হৃদয় মাঝে,
একা একা নিরিবিলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
মনের কাবায় তুমার ছবি,
নিত্য দিনে আখি,
তোমার নামের চন্দ মালা আর কবিতা লিখি,
মনের কাবায় তুমার ছবি,
নিত্য দিনে আখি,
তোমার নামের চন্দ মালা আর কবিতা লিখি,
কবি ও কবির সাথে,
কবি ও কবির সাথে,
বড়ই সাদের মিতালি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হ্রদয় মাঝে,
যতন করে হৃদয় মাঝে,
একা একা নিরিবিলি,
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,।
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,।
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
আল্লাহ আফেজ