menu-iconlogo
huatong
huatong
avatar

আমার এ মন পাথর ভেবে । Amar E Mon Pathor Vebe

এন্ড্রু কিশোরhuatong
purplezvethuatong
歌詞
作品
আমার এই মন পাথর ভেবে

আঘাত তুমি করেছো......।

ভাল করেছো খুব ভাল করেছো

ভাল করেছো খুব ভাল করেছো ।

আমার এই কূল ছেড়ে অন্য কূলে

পারি তুমি ধরেছো...... ।

ভাল করেছো খুব ভাল করেছো

ভাল করেছো খুব ভাল করেছো ।

এই ট্রাকটির একমাত্র মালিকানা

গানওয়ালা স্মুল কমিউনিটি'র

তাই কপি রি আপ্লোড করবেন না।

নতুবা আইনের আওতায় আনা হবে।

ভুল হয়ে যায় যাক কথা দেয়া

ভুল হয়ে যায় যাক হৃদয় নেয়া

একটু অপেক্ষা করুন

ও... ভুল হয়ে যায় যাক কথা দেয়া

ভুল হয়ে যায় যাক হৃদয় নেয়া

প্রেমের ও ফুল গুলো পায়ে দলে তুমি

কাঁটা দিয়ে পথ ভরেছো......

ভাল করেছো খুব ভাল করেছো

ভাল করেছো খুব ভাল করেছো ।

টিপস্ গানওয়ালা

ভালো একটা ইয়ারফোন ইউজ করুন

নিরিবিলি পরিবেশে গান করুন আর

আমাকে ফলো করতে পারেন

ভুল হয়ে যায় যাক, স্বপ্ন দেখা

ভুল হয়ে যায় যাক, ভাগ্য রেখা।

একটু অপেক্ষা করুন

ও.... ভুল হয়ে যায় যাক, স্বপ্ন দেখা

ভুল হয়ে যায় যাক, ভাগ্য রেখা।

হৃদয়হীনা ওগো ,কাছে এসে তুমি

এই হৃদয় পিশে মেরেছো... ।

ভাল করেছো খুব ভাল করেছো

ভাল করেছো খুব ভাল করেছো ।

আমার এই মন পাথর ভেবে

আঘাত তুমি করেছো......।

ভাল করেছো খুব ভাল করেছো

ভাল করেছো খুব ভাল করেছো ।

আমার এই কূল ছেড়ে অন্য কূলে

পারি তুমি ধরেছো...... ।

ভাল করেছো খুব ভাল করেছো

ভাল করেছো খুব ভাল করেছো ।

আমাদের এই আয়োজন শুধুমাত্র

আপনাদের বিনোদনের জন্য তাই

মিউজিকের শেষে লাইক দিয়ে যাবেন

更多এন্ড্রু কিশোর熱歌

查看全部logo

猜你喜歡