চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই...
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
ছোট্র এ মন কখনো চোখে
অনুরাগের স্বপ্ন আঁকে
ছোট্র এ মন কখনো চোখে
অনুরাগের স্বপ্ন আঁকে
মনের সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই...
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
তাইতো এ চোখ কখনো হাসে
অশ্রু জলে কখনো ভাসে
তাইতো এ চোখ কখনো হাসে
অশ্রু জলে কখনো ভাসে
প্রেমের সে ভাষা বুঝতে হলে
প্রেমের মত প্রেম থাকা চাই...
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই...
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে।