মেয়েঃ লা...লা লা লা..লা.লা.লা..
ছেলেঃ হুম...হু...আহা...আ..
===============
মেয়েঃ তুমি যে আমার শুধুই একজন
যাকে, ভালোবেসে আমি পেয়েছি জীবন
যাকে, ভালোবেসে আমার হয়েছে মরন....
ছেলেঃ তুমি যে আমার শুধুই একজন
যাকে ভালোবেসে আমি পেয়েছি জীবন
যাকে, ভালোবেসে আমার হয়েছে মরন....
মেয়েঃ তুমি যে আমার শুধুই একজন
ছেলেঃ তুমি যে আমার শুধুই একজন
-==আপলোড বাই মজিবুর==-
মনের ভেতর গড়ব আমি
ভালোবাসার তাজমহল
তারও মঝে থাকবে নাতো
এক ফোটাও চোখের জল
===============
মেয়েঃ হাজার হাজার বছর যদি
এমনি করে তোমায় পাই
তবুও আমার মিটবে না সাধ
একটু আরও পেতে চাই
===============
ছেলেঃ তুমি, প্রেমিকের ও বুকে প্রেমেরি কাঁপন
তুমি, শিল্পির ও চোঁখে তুলির ও লিখন.....
মেয়েঃ তুমি যে আমার শুধুই একজন
ছেলেঃ হুম..তুমি যে আমার শুধুই একজন
-==আপলোড বাই মজিবুর==-
মেয়েঃ তুমি হারা চোখের পলক
পড়বে না তো কোনদিন
তুমি আছো, তুমি রবে
এই হৃদয়ে চিরোদিন
==============
ছেলেঃ আমার কাছে তোমার শুরু
তোমার কাছে আমার শেষ
তোমায় সুখি করে আমি
সুখি হবো এইতো বেশ
==============
মেয়েঃ তুমি চিরোদিনি আমার প্রেমেরি ভুবন
তুমি আপনেরও চেয়ে জানি
আরও যে আপন....
ছেলেঃ তুমি যে আমার শুধুই একজন
মেয়েঃ তুমি যে আমার শুধুই একজন
ছেলেঃ যাকে ভালোবেসে আমি পেয়েছি জীবন
মেয়েঃ যাকে ভালোবেসে আমার হয়েছে মরন....
ছেলেঃ তুমি যে আমার শুধুই একজন
মেয়েঃ তুমি যে আমার শুধুই একজন
ছেলে/মেয়েঃ লা..লা..লা..হুম..হুম...
লা..লা..লা..হুম..হুম..
====ধন্যবাদ====