menu-iconlogo
huatong
huatong
avatar

যদি একবার বলো ভালোবাসি

কনকচাঁপা ও এন্ড্রো কিশোরhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
歌詞
作品
[F] অনেক চাওয়ার মাঝে, একটু চাওয়া

তোমাকে আমার করে কাছে পাওয়া~

মরনের মুখে ফোটে জীবনের হাসি

যদি একবার বলো, ভালোবাসি~

একবার বলো, ভালোবাসি~

[M] অনেক চাওয়ার মাঝে, একটু চাওয়া

তোমাকে আমার করে, কাছে পাওয়া~

মরনের মুখে ফোটে জীবনের হাসি

যদি একবার বলো, ভালোবাসি~

একবার বলো, ভালোবাসি~

[F] চোখ বলে খোলে গেলো, দৃষ্টি দুয়ার

হাত ধরে নিয়ে চলো, বন্ধু আমার~

সুখ বুঝি ধরা দিলো, তোমাকে পেয়ে~

[F] রয়ে যাবো চিরোদিনই, পাশাপাশি..

যদি একবার বলো, ভালোবাসি

একবার বলো, ভালোবাসি~

[M] প্রেম বলে হৃদয়েরই, মাঝে থাকো

আমি শুধু তোমারই তো, হয়ে যাবো~

[F] মন বলে ছোট ছোট, আশা কতো

বাঁধবো দুজনে বাসা, পাখির মতো~

[M] দুরে গেলে বারে বারে, ফিরে আসি...

যদি একবার বলো, ভালোবাসি

একবার বলো, ভালোবাসি~

[F] অনেক চাওয়ার মাঝে, একটু চাওয়া

[M] তোমাকে আমার করে, কাছে পাওয়া

[F] মরনের মুখে ফোটে, জীবনের হাসি

[M] যদি একবার বলো, ভালোবাসি

[F] একবার বলো, ভালোবাসি~

更多কনকচাঁপা ও এন্ড্রো কিশোর熱歌

查看全部logo

猜你喜歡