ছেলেঃবুকের মাঝে তুমি আছো, তোমার বসবাস
তোমায় নিয়ে সাজাই মনে সুখেরই আকাশ
মেয়েঃবুকের মাঝে তুমি আছো, তোমার বসবাস
তোমায় নিয়ে সাজাই মনে সুখেরই আকাশ
ছেলেঃএকটি কথাই তোমায় শুধু বলতে ইচ্ছে করে
তোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
মেয়েঃতোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
মেয়েঃএক মুহূর্ত তুমি যদি থাকো আমায় ছেড়ে
সাত সাগরের দুঃখ নিয়ে প্রাণটা কেঁদে মরে
ছেলেঃও, এক মুহূর্ত তুমি যদি থাকো আমায় ছেড়ে
সাত সাগরের দুঃখ নিয়ে প্রাণটা কেঁদে মরে
মেয়েঃএকটি কথা তোমায় শুধু বলতে ইচ্ছে করে
তোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
তোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
ছেলেঃএকটু চোখের আড়াল হলে মনে লাগে গ্রহণ
আমার দেহের প্রাণ যে তুমি, তুমি আমার জীবন
মেয়েঃএকটু চোখের আড়াল হলে মনে লাগে গ্রহণ
আমার দেহের প্রাণ যে তুমি, তুমি আমার জীবন
ছেলেঃএকটি কথাই তোমায় শুধু বলতে ইচ্ছে করে
তোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
ছেলে+মেয়েঃতোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
ছেলেঃবুকের মাঝে তুমি আছো, তোমার বসবাস
তোমায় নিয়ে সাজাই মনে সুখেরই আকাশ
মেয়েঃবুকের মাঝে তুমি আছো, তোমার বসবাস
তোমায় নিয়ে সাজাই মনে সুখেরই আকাশ
ছেলেঃএকটি কথাই তোমায় শুধু বলতে ইচ্ছে করে
তোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
ছেলে+মেয়েঃতোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
মেয়েঃবুকের মাঝে তুমি আছো, তোমার বসবাস
তোমায় নিয়ে সাজাই মনে সুখেরই আকাশ
ছেলেঃএকটি কথাই তোমায় শুধু বলতে ইচ্ছে করে
তোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
মেয়েঃতোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
ছেলে+মেয়েঃতোমায় আমি ভালোবাসি হৃদয় উজাড় করে
ধন্যবাদ সবাইকে