menu-iconlogo
huatong
huatong
avatar

এত নয় নয় শুধু গান/Rifat-LRB

কুমার শানু।huatong
༆⑅⃝🕊️🇱🆁🅱️🦋𝐑𝐢𝐟𝐚𝐭🦋🇧🇩huatong
歌詞
作品
শিরোনাম:-এত নয় নয় শুধু গান।

শিল্পী:-কুমার শানু।

⫸=====Rifat=====⫷

এ তো নয় নয় শুধু গান?

এ আমার সপ্ন সাধনা

ভুলবো না কখনো এ গান

তুমি না আমি না কেউ না?

এ তো নয় নয় শুধু গান?

এ আমার সপ্ন সাধনা

ভুলবো না কখনো এ গান

তুমি না আমি না কেউ না?

স্বরলিপিটা লিখে দিতেই

ভালবাসা ভাষা দিয়েছে

ও স্বরলিপিটা লিখে দিতেই

ভালবাসা ভাষা দিয়েছে

পাছে সে কোথাও কখনো হারায়

প্রেমটাকে বুকে নিয়েছে

সে যে রয়ে গেছে চোখের তারাতে

পারতো পলক ফেল না

এ আমার স্বপ্ন সাধনা

ভুলবো না কখনো এ গান

তুমি না আমি না কেউ না

রবে যতদিন, এই যে ভুবন

রয়ে যাবে সূর্য সোনার

ও রবে যতদিন, এই যে ভুবন

রয়ে যাবে সূর্য সোনার

যতদিন ফুল ফুটবে শাখায়

বুকে নিয়ে শিশির কণা

থাকবে এ গান, প্রেমকে সে দেবে

প্রাণেরই শুভ কামনা

এ আমার স্বপ্ন সাধনা

ও ভুলবো না কখনো এ গান

তুমি না আমি না কেউ না

এ তো নয় নয় শুধু গান

এ আমার সপ্ন সাধনা

ভুলবো না কখনো এ গান

তুমি না আমি না কেউ না

তুমি না আমি না কেউ না

তুমি না আমি না না না,,,

⫸=ধন্যবাদ=⫷

更多কুমার শানু।熱歌

查看全部logo

猜你喜歡