গানঃ ভালোবাসো আর নাইবা বাসো
Choice by ONAMIKA YO YO
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
যতই দূরে থাকো তুমি
আমি তোমার কাছে রবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
Follow Me
Choice by ONAMIKA YO YO
ও... দুটি চোখে যদি,নদী বয়ে যায়
এ হৃদয় যদি পাথর হয়ে যায়
দুটি চোখে যদি নদী বয়ে যায়
এ হৃদয় যদি পাথর হয়ে যায়
তবু এই হৃদয়ের শিশ মহলেও
তোমাকে যতনে আমি রাখবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
Follow Me
Choice by ONAMIKA YO YO
ও... জানি ওগো তুমি বুঝেছো যে ভূল
আমি দেই সেই ভূলের মাশুল
জানি ওগো তুমি বুঝেছো যে ভূল
আমি দেই সেই ভূলের মাশুল
তুমি ফিরে এসো ভুল ভাংলেই
তোমারই আশাতে আমি থাকবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
যতই দূরে থাকো তুমি
আমি তোমার কাছে রবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
আমি তোমায় ভালোবেসে যাবো
ধন্যবাদ