(M) আরে- প্রেমের খেলা অনেক হলো
(F) আঃ-উঃ
(M) এবার সখী ঘরে চলো
(F) আঃ-উঃ
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
(M)হৈ -হৈ
(F)দেখে শুনে ঠিক করেছে বিয়ের লগন
(M)বধু দোহাই এবার তুমি ঘোমটা খোলো-ঃ
(F) প্রেমের খেলা অনেক হলো
(M)আঃ-উঃ
(F)এখন সবিই এলোমেলো
(M)আঃ-উঃ
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
দেখে শুনে ঠিক করেছে বিয়ের লগন
(F)হায়রে এতোদিনে বুঝি সুদিন এলো
(M)হৈ প্রেমের খেলা অনেক হলো
(F) আঃ-উঃ
(M)শশুর বাড়ি যাবে চলো-হোঃ
হে—আরে বিয়ে শাদি হবার পরে
বধু নিয়ে যাবো তোমায় ঘরে,,
(F)ঘরে নিয়ে করবে কি-গো আমায় জ্বালাতন
(M)নাহ- না- নাহ - না
(F)কথা দাও রাখবে আমায় রানীরো মতন
(M)হাহ- হা- হা
(F)দিনে রাতে
(M)রবে সাথে
(M+F)আরে জ্বালবো দুজন মিলে আশার আলো
(M)হৈ প্রেমের খেলা অনেক হলো
(F)আঃ-উঃ
(M)শশুর বাড়ি যাবে চলো- হোঃ
(F) হে- মোদের বিয়ে শাদি হয়ে গেলো
তুমি দেবে কি আমায় বলো
(M) ছেলে দেবো মেয়ে দেবো দেবো অলংকার
(F) চুপচাপ চুপচাপ
(M) আরো তোমায় দেবো আমি বধুর অহংকার
(F) আহ- আহ- আ
(M) ভালোবেসে
(F) কাছে এসে
(M+F) আরে আপন করে নেবে আমায় বলো
(M) হৈ প্রেমের খেলা অনেক হলো
(F) আঃ- উঃ
(M) শশুর বাড়ি যাবে চলো
(F) আঃ-উঃ
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
(M) হৈ- হৈ
(F) দেখে শুনে ঠিক করেছে বিয়ের লগন
(M) বধু দোহাই এবার তুমি ঘোমটা খোলো
(F) প্রেমের খেলা অনেক হলো
(M) আঃ- উঃ
(F) এখন সবিই এলোমেলো
(M) আঃ- উঃ
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
দেখে শুনে ঠিক করেছে বিয়ের লগন
(F) হায়রে এতো দিনে বুঝি সুদিন এলো
(M) হৈ প্রেমের খেলা অনেক হলো
(F) আঃ- উঃ
(M) শশুর বাড়ি যাবে চলো
(F) আঃ- উঃ
(M) হৈ প্রেমের খেলা অনেক হলো
(F) আঃ- উঃ
(M) শশুর বাড়ি যাবে চলো।।