menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আইয়ো আমার বাড়িতে

গামছা পলাশhuatong
emmacharlottehuatong
歌詞
作品
তুমি আইয়ো আমার বাড়িতে

শিল্পীঃ গামছা পলাশ

কথা,সুরঃ পাগল হাসান

তুমি আইয়ো আমার বাড়িতে

বইতে দিমু পিঁড়িতে

গান শুনাইমু মনেরই মতন

ও তুমি আইয়ো আমার বাড়িতে

বইতে দিমু পিঁড়িতে

গান শুনাইমু মনেরই মতন

ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

অন্তরও বিছাইয়া দিমু পালংকের উপর

শুয়াইয়া করমুরে বন্ধু জনমের আদর

হায়রে অন্তরও বিছাইয়া দিমু পালংকের উপর

শুয়াইয়া করমুরে বন্ধু জনমের আদর

এক ধিয়ানে চাইয়া রইমু

এক ধিয়ানে চাইয়া রইমু

দেখমু তোমার চাঁদ বদন

আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

ও বন্ধু রে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

চন্দনি জ্বালাইয়া দিমু ভরবে জোছনায়

নিজ হাতে মাখাইয়া দিমু বন্ধু তোমার গায়

হায়রে চন্দনি জ্বালাইয়া দিমু ভরবে জোছনায়

নিজ হাতে মাখাইয়া দিমু বন্ধু তোমার গায়

কায়ার মায়া ছাইড়া দিমু

কায়ার মায়া ছাইড়া দিমু

করমু তোমায় বিচরণ

আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

ও বন্ধু রে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

জাত হারাইমু কূল ছাড়িমু

আর বাকী সে মান

তোমারে সঁপিয়া দিলাম কূলনাশা পরাণ

আরে জাত হারাইমু কূল ছাড়িমু

আর বাকী সে মান

তোমারে সঁপিয়া দিলাম কূলনাশা পরাণ

ধন্য হইমু পাগল হাসান

ধন্য হইমু পাগল হাসান

দিও বন্ধু দরশন

আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

ও বন্ধু রে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

তুমি আইয়ো আমার বাড়িতে

বইতে দিমু পিঁড়িতে

গান শুনাইমু মনেরই মতন

ও বন্ধু রে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ

ও বন্ধু রে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।

更多গামছা পলাশ熱歌

查看全部logo

猜你喜歡