? বিসমিল্লাহির রাহমানির রাহিম ?
পাই যদি নবিগো আপনার দিদার,
মউতের জাতনা থাকবে না আমার,
দয়া যে করিয়া,দিওগো দিদার,
দয়া যে করিয়া,দিওগো দিদার,
ইয়ারাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়ারাসুল আল্লাহ, ইয়াহাবিবাল্লাহ,
? আপলোড নজরুল ইসলাম ?
আমারও মউতের নিদানও কালে,
থাকিও নবিজি আমার শিয়রে,
আমারও মউতের নিদানও কালে,
থাকিও নবিজি আমার শিয়রে,
দেখিব আপনাকে আপনো নজরে,
দেখিব আপনাকে আপনো নজরে,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
? আপলোড নজরুল ইসলাম ?
মুনকার নেকির আসিয়া ছোয়াল করবেন বসিয়া,
দিওগো নবি তখন পর্দা উঠাইয়া,
মুনকার নেকির আসিয়া ছোয়াল করবেন বসিয়া,
দিয়োগো নবি তখন পর্দা উঠাইয়া,
করিব চুম্বন, কদমও ধরিয়া,
করিব চুম্বন, কদমও ধরিয়া,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
? আপলোড নজরুল ইসলাম ?
মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে,
দেখিও নবিজি মায়াবী নজরে,
মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে,
দেখিও নবিজী মায়াবী নজরে,
সুপারিশ করিয়া তরাইও মিজানে,
সুপারিশ করিয়া তরাইও মিজানে,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়ারাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পাই যদি নবিগো আপনারও দিদার,
মউতের জাতনা থাকবে না আমার,
দয়া যে করিয়া দিওগো দিদার,
দয়া যে করিয়া দিওগো দিদার,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
? ধন্যবাদ ?