menu-iconlogo
huatong
huatong
avatar

চোখটা জুড়াতাম

পূজাhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
歌詞
作品
ইছামতি নদীর পাশে

ছোট্ট সবুজ গ্রাম

মাগো আমায় যেতে দে না

চোখটা জুড়াতাম

মাগো একটু আমায়ে যেতে দে না

চোখটা জুড়াতাম।

সর্ষে ফুলের গন্ধ মেখে,

বাতাসে তার হাসি দেখে

হারিয়ে না হয় যেতাম

মাগো আমায় যেতে দে না

চোখটা জুড়াতাম

মাগো একটু আমায়ে যেতে দে না

চোখটা জুড়াতাম।

-==আপলোডঃ মজিবুর==-

শুনেছি ডাহুক পাখি কোলমি লতার ডালে

সারাদিন মজার সুখে লতায় পাতায় দোলে

মাগো শুনেছি ডাহুক পাখি কোলমি লতার ডালে

সারাদিন মজার সুখে লতায় পাতায় দোলে

শুনতে আরো ইচ্ছে করে

শুনতে আরো ইচ্ছে করে

শুনতে আরো ইচ্ছে করে

পাক পাখালির গান

মাগো আমায় যেতে দে না

চোখটা জুড়াতাম

মাগো একটু আমায়ে যেতে দে না

চোখটা জুড়াতাম।

-==আপলোডঃ মজিবুর==-

শুনেছি দিঘির জলে শাপলা শালুক ফোঁটে

সাদা বকের মেলা বসে বাঁশবাগানের ঘাটে মাগো

শুনেছি দিঘির জলে শাপলা শালুক ফোঁটে

সাদা বকের মেলা বসে বাঁশবাগানের ঘাটে

দেখতে আরো ইচ্ছে করে

দেখতে আরো ইচ্ছে করে

দেখতে আরো ইচ্ছে করে

নকশীকাথার গ্রাম

মাগো আমায় যেতে দে না

চোখটা জুড়াতাম

মাগো একটু আমায়ে যেতে দে না

চোখটা জুড়াতাম।

সর্ষে ফুলের গন্ধ মেখে,

বাতাসে তার হাসি দেখে

হারিয়ে না হয় যেতাম

মাগো আমায় যেতে দে না

চোখটা জুড়াতাম

মাগো একটু আমায়ে যেতে দে না

চোখটা জুড়াতাম।

====ধন্যবাদ====

更多পূজা熱歌

查看全部logo

猜你喜歡