menu-iconlogo
huatong
huatong
-ms-cover-image

আমি একটা কলের পুতুল MS

ফজলুর রহমান বাবুhuatong
♠️𝓜𝒂𝒓𝒊𝒂♠️𝒌𝒊𝒍𝒍𝒆𝒓♠️...huatong
歌詞
作品
.....................

আমি একটা কলের পুতুল

চাবি দিলেই ঘুরি

আমি একটা কলের পুতুল

চাবি দিলেই

দম ফুরাইলে ঘুইরা ঘুইরা

বাচার জন্যে মরি

আমি ছটফটাইয়া ঘুরি

আমি ধরফরাইয়া মরি

আমি একটা কলের পুতুল

চাবি দিলেই ঘুরি

...............

খাচায় বন্দী পাখির মতন

উইরা যাইতে মানা

কেউ বোঝেনা কেউ দেখেনা

মনের আছে ডানারে

মনের আছে ডানা

......

আমি একটা কলের পুতুল

চাবি দিলেই ঘুরি

....

ভাইসা ভাইসা নীল দরিয়া

কেমনে দিব পাড়ি

যে ঘাটেতে নাও ভিরাইলাম

নাইতো সেথায় বাড়িরে

নাইতো সেথায় বাড়ি

সারা জনম পুষলাম যারে

তারে কেমনে ধরি.....

আমি একটা কলের পুতুল

চাবি দিলেই ঘুরি

আমি একটা কলের পুতুল

চাবি দিলেই ঘুরি

চাবি দিলেই ঘুরি

চাবি দিলেই ঘুরি।

vivo smartphone

更多ফজলুর রহমান বাবু熱歌

查看全部logo

猜你喜歡