menu-iconlogo
huatong
huatong
--cover-image

ইন্দুবালা গো \\

ফজলুর রহমান বাবুhuatong
100033720688huatong
歌詞
作品

(Spondon Family )

ইন্দুবালা গোওওওওও

তুমি কোন আকাশে থাকো

জোৎস্না কারে মাখো

কার উঠোনে পড়ো ঝড়িয়া

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে

একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে

music

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে

একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

(Spondon Family )

স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে

অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে

Music

স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে

অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গোওওওও

তুমি কোন আকাশে থাকো

জোৎস্না কারে মাখো

কার উঠোনে পড়ো ঝড়িয়া

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

更多ফজলুর রহমান বাবু熱歌

查看全部logo

猜你喜歡