menu-iconlogo
huatong
huatong
avatar

চোখ ফেরানো যায় গো

বশির আহমেদhuatong
Azam_7811384huatong
歌詞
作品
চোখ ফেরানো যায় গো~~

তবু মন ফেরানো যায় না~~~

~~~~~~

চোখ ফেরানো যায় গো

তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে

মনের খোলা আয়না?

চোখ ফেরানো যায় গো

তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে

মনের খোলা আয়না?

চোখ ফেরানো যায় গো।।

~~~~~~~~~~~~~~~~~~

রিমঝিমঝিম বৃষ্টি পড়ে

মনের মাঠে ওই

বৃষ্টি ভেজা মিষ্টি মেয়ে,

কই গো~ তুমি কই?

(আহ, ছাড়ো না!)

কালো কেশের মেঘে ঢাকা মধুর কামনা

অমন করে তুমি তারে লুকিয়ে রেখো না

লুকিয়ে রেখো না,

রেখো না

চোখ ফেরানো যায় গো

তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে

মনের খোলা আয়না?

চোখ ফেরানো যায় গো।।

~~~~~~~~~~~~~~~~~~~

নাহয় তুমি একটুখানি কাছে এলে গো

ক্ষতি কী আর আজকে যদি

পরশ দিলে গো?

(যা, দুষ্টু!)

রূপবতী,আমায় তুমি বারণ করো না

মন নিলে গো মন দিতে হয়,

তাও কি জানো না?

তাও কি জানো না,

জানো না?

চোখ ফেরানো যায় গো

তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে

মনের খোলা আয়না?

চোখ ফেরানো যায় গো

তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে

মনের খোলা আয়না?

চোখ ফেরানো যায় গো।।

~~~~~~~~~~~~~~~~~~

更多বশির আহমেদ熱歌

查看全部logo

猜你喜歡