এই জনমে কেনো দিলে ভালোবাসার মন
চোখের জলেই জীবন গেলো এ কেমন জীবন
এই জনমে কেনো দিলে ভালোবাসার মন
চোখের জলেই জীবন গেলো এ কেমন জীবন
হো... ও... ও...
চোখের জলেই জীবন গেলো এ কেমন জীবন
আরো নতুন নতুন মিউজিক পেতে
আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন
সবাই কত সুখে আছে এই যে দুনিয়ায়
অশান্তির আগুনে আমার অন্তর পুড়ে যায়...
সবাই কত সুখে আছে এই যে দুনিয়ায়
অশান্তির আগুনে আমার অন্তর পুড়ে যায়
বিধাতা... হো... ও ও
সাথী হয়ে সাথে অাছে অশান্ত শ্রাবন
চোখের জলেই জীবন গেলো এ কেমন জীবন
হো... ও... ও...
চোখের জলেই জীবন গেলো এ কেমন জীবন
আপনাদের উৎসাহ, ভালবাসা নিয়ে
বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই
ভালোবেসে পায় যে সবাই জোছনা ঝরা রাত
আমার বেলায় বিনা মেঘেই হয় যে বজ্রপাত...
ভালোবেসে পায় যে সবাই জোছনা ঝরা রাত
আমার বেলায় বিনা মেঘেই হয় যে বজ্রপাত
বিধাতা... হো... ও ও
কোনো দুঃখ থাকবেনা আর দাও যদি মরণ
চোখের জলেই জীবন গেলো এ কেমন জীবন
এই জনমে কেনো দিলে ভালোবাসার মন
চোখের জলে জীবন গেলো এ কেমন জীবন
হো... ও... ও...
চোখের জলে জীবন গেলো এ কেমন জীবন।