menu-iconlogo
huatong
huatong
avatar

খুশির জোয়ারে আজ মন ভরে যায়

রবিনhuatong
꧁●⃝❤R🌹A🌹B🌹I🌹N❤⃝●꧂huatong
歌詞
作品
জীবনে অনেক গান আমি গেয়েছি

অনেক জয়ের মালা গলায় পরেছি

তোমাদের ভালোবাসায় প্রান ভরেছি

খুশির জোয়ারে আজ দিন কেটে যাই

সকলের ভালোবাসা মন পেতে চাই

আজ শুধু গান গেয়ে মন ভরে যাই

আমার মনের আশা গান হয়ে যাই

খুশির জোয়ারে আজ দিন কেটে যাই

সকলের ভালোবাসা মন পেতে চাই

সোহাগ কেমন করে , আমার এ মন ভরে

জড়িয়ে রেখেছে যেন লতাই পাতাই

তোমরা যে ভালোবাসো , আমার কাছেতে আসো

তাই আসি গান ভরে ভুলি বেদনাই

আজ শুধু গান গেয়ে মন ভরে যাই

আমার মনের আশা গান হয়ে যাই

খুশির জোয়ারে আজ দিন কেটে যাই

সকলের ভালোবাসা মন পেতে চাই

তোমাদের যত কথা যত দুখ যত ব্যাথা

সব কিছু ভরে দেবো এ ভালবাশাই

পৃথিবীর সেরা গান শুধু যে মধুর গান

তাই মন প্রান ভরে সবারে বিলাই

আজ শুধু গান গেয়ে মন ভরে যাই

আমার মনের আশা গান হয়ে যাই

খুশির জোয়ারে আজ দিন কেটে যাই

সকলের ভালোবাসা মন পেতে চাই

আজ শুধু গান গেয়ে মন ভরে যাই

আমার মনের আশা গান হয়ে যাই

খুশির জোয়ারে আজ দিন কেটে যাই

সকলের ভালোবাসা মন পেতে চাই

更多রবিন熱歌

查看全部logo

猜你喜歡