menu-iconlogo
huatong
huatong
avatar

কানার হাট বাজার

রিংকুhuatong
꧁༒☬🅰🅼🅸🅽༒🇧🇩꧂huatong
歌詞
作品
গুরু গো...............

ও ও ও ও ও ও ও ও ও ও ও

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার।

এসব দেখি কানার হাট বাজার

তা তাত দুম....তেরেগদা

তাতাত দুম, তেরেগদা

তাকিরইইই,তাকিরইইই

তা..তাত..দুম

তা তা তাতাদদুম

তা কি তাতাদদুম

তা দিন দিন তা ধুম

দিন ধুম তাক দিন তাককক

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আরেক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আরেক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

.....Musti unlimited family.......

আপলোড বাই আমিন

এক কানা কয় আর এক কানারে

চল এবার ভবোপারে

এক কানা কয় আর এক কানারে

চল এবার ভবোপারে

নিজে কানা পথ চেনে না

নিজে কানা পথ চেনে না

পরকে ডাকে বারং বার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

.....Amin

Sid 13384523708

পণ্ডিত কানা অহংকারে

সাধু কানা অন বিচারে

পণ্ডিত কানা অহংকারে

মোড়ল কানা চোগলখোরে

আন্দাজে এক খুঁটি গেড়ে

আন্দাজে এক খুঁটি গেড়ে

জানে না সীমানা কার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

কানায় কানায় উলা মেলা

বোবাতে খায় রসগোল্লা গো

আবার তেমনি লালন মদনা কানা

তেমনি লালন মদনা কানা

ঘুমের ঘোরে দেয় বাহার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

গুরু গো...................

ও ও ও ও ও ও ও ও ও ও ও

更多রিংকু熱歌

查看全部logo

猜你喜歡