মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে---
আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে--
ছেলেঃ অন্তর করে রাখিবো--
অন্তর করে রাখিবো,আমার অন্তরে
মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে---
-==আপলোড বাই মজিবুর==-
মেয়েঃ চন্দ্র তারা যেমন,রাতের অলংকার
তেমন করে তুমি আমার,গলার হার
ছেলেঃ ফাগুন মাসে যেমন,ফুলেরও বাহার
তেমন করে তুমি হলে,জীবনোও আমার
মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে--
ছেলেঃ অন্তর করে রাখিবো--
অন্তর করে রাখিবো,আমার অন্তরে
মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে---
-==আপলোড বাই মজিবুর==-
ছেলেঃ নদী বয়ে যাবে,সময় ফুরাবে
যুগে যুগে এই প্রেম,কাহিনী হবে
মেয়েঃ তোমার বুকে আমি,রবো চিরকাল
কোনদিনও হবো না গো,চোখেরো আড়াল
ছেলেঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে---
আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে--
মেয়েঃ অন্তর করে রাখিবো--
অন্তর করে রাখিবো,আমার অন্তরে
ছেলে/মেয়েঃ আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে---
আমার নয়ন জুড়ে রাখবো তোমায়
নয়নো করে---
====ধন্যবাদ====