মেয়েঃ কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
তোমাকে ছাড়া যে
এ দেহে প্রাণ থাকে না
কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
ছেলেঃ আরো কাছে এসো তুমি
আরো ভালোবাসা দিতে
তুমি তো আমারই কারণে
জন্মেছো পৃথিবীতে
আরো কাছে এসো তুমি
আরো ভালোবাসা দিতে
তুমি তো আমারই কারণে
জন্মেছো পৃথিবীতে
মেয়েঃ আমি যে তোমার শুধু তোমারই আছি
তুমি তা কেনো বুঝো না
ছেলেঃ কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
তোমাকে ছাড়া যে..
এ দেহে প্রাণ থাকে না
কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
মেয়েঃ জনমের পরে যদি
আবার ও জনম থাকে
সে দিন ও রবে তুমি
ভালোবেসে আমারই বুকে
জনমের পরে যদি
আবার ও জনম থাকে
সে দিন ও রবে তুমি
ভালোবেসে আমারই বুকে
ছেলেঃ এসো না দুজনে মিলে স্বর্গ গড়ি
ইতিহাস করি রচনা
মেয়েঃ কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
ছেলেঃ কত ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না
মেয়েঃ তোমাকে ছাড়া যে
এ দেহে প্রাণ থাকে না
ছেলে/মেয়েঃ কতো ভালোবাসি আমি তোমাকে
সে কথা তুমি জানো না