মেয়েঃ তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি,
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
একদিন মনে হবে একটি বছর
করোনা গো একটু দেরি।
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি।
-=আপলোড বাই মজিবুর=-
ছেলেঃ পূবের সূর্য্য পশ্চিমে যাবে
তারও আগে আমাকে পাবে
=============
পূবের সূর্য্য পশ্চিমে যাবে
তারও আগে আমাকে পাবে
পথ চেয়ে থেকোনা ...
পথ চেয়ে থেকোনা, চোখে জল এনো না
আমি শুধু তোমারই।
মেয়েঃ তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি,
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
একদিন মনে হবে একটি বছর
করোনা গো একটু দেরি।
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি।
-=আপলোড বাই মজিবুর=-
কতো স্বপ্ন নয়ন জুড়ে
গড়বো স্বর্গ মাটির ঘরে
=============
কতো স্বপ্ন নয়ন জুড়ে
গড়বো স্বর্গ মাটির ঘরে
সেই আশা ভেঙ্গনা..
সেই আশা ভেঙ্গনা, প্রাণে ব্যথা দিওনা
লাগে দোহাই প্রেমেরই
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
একদিন মনে হবে একটি বছর
করোনা গো একটু দেরি।
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি
তুমি আজকে যাও বন্ধু
কাল এসো তাড়াতাড়ি।
====ধন্যবাদ====