menu-iconlogo
huatong
huatong
avatar

এক মুখে দুই জবান | Ek Mukhe Dui Joban

শিল্পী আকাশ মাহমুদhuatong
Sumon_Ahmed_SBLhuatong
歌詞
作品
[গানটির রেকর্ডিং এর সময়]

[অবশ্যই আপনার মোবাইলের]

[সাউন্ড কমিয়ে নিবেন]

প্রেম করা আর জিন্দা মরা আমি বলি সমান

_

তোমার সাথে কইরা পিরিত পাইছি গো তার প্রমান

_

প্রেম করা আর জিন্দা মরা আমি বলি সমান

তোমার সাথে কইরা পিরিত পাইছি গো তার প্রমাণ

কেমন করে…

কেমন করে পারলা দিতে

এক মুখে দুই জবান বন্ধুরে…

হায়রে… কেমন করে পারলা দিতে

এক মুখে দুই জবান বন্ধুরে…

[একটু অপেক্ষা করুন]

সাদা মনে আমি তোমায় বাইসা ছিলাম ভালো

সুখের সপন দেখাইয়া হায় কাইরা নিলা আলো

[অপেক্ষা করুন]

ও…ও.ও.ও

সাদা মনে আমি তোমায় বাইসা ছিলাম ভালো

সুখের সপন দেখাইয়া হায় কাইরা নিলা আলো

মুখে মুখেই রাখছো আমায় দাওনি তো মন ও প্রাণ

মুখে মুখেই রাখছো আমায় দাওনি তো মন ও প্রাণ

কেমন করে…

কেমন করে পারলা দিতে

এক মুখে দুই জবান বন্ধুরে…

হায়রে…কেমন করে পারলা দিতে

এক মুখে দুই জবান বন্ধুরে…

[একটু অপেক্ষা করুন]

আমার সাথে করলা শপথ থাকবো জনম ভরে…

বদলে গেছো স্বার্থ লোভে আমারে পর করে…

[অপেক্ষা করুন]

ও…ও.ও.ও

আমার সাথে করলা শপথ থাকবো জনম ভরে…

বদলে গেছো স্বার্থ লোভে আমারে পর করে…

ভালোবাসার বিশ্ব পায়ে রাখোনি তার মান

ভালোবাসার বিশ্ব পায়ে রাখোনি তার মান

কেমন করে…

কেমন করে পারলা দিতে

এক মুখে দুই জবান বন্ধুরে…

হায়রে…কেমন করে পারলা দিতে

এক মুখে দুই জবান বন্ধুরে…

[সবাইকে ধন্যবাদ]

更多শিল্পী আকাশ মাহমুদ熱歌

查看全部logo

猜你喜歡