menu-iconlogo
huatong
huatong
--cover-image

দুটি আঁখি কোনে কার ছায়া দোলে

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
歌詞
作品
কথা - শ্যামল গুপ্ত

সুর-মানবেন্দ্র মুখোপাধ্যায়

শিল্পী -সন্ধ্যা মুখোপাধ্যায়

--------------------

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে,

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে,

মধু মালতী গো তুমি জানো না...

মধু মালতী গো তুমি জানো নাকি

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে,

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে,

-----------------------

দুরে গিয়ে দেখি সেযে তবু কাছে,

দুরে গিয়ে দেখি সেযে তবু কাছে,

সুরে সুরে যেন ওগো বাঁধা হয়ে আছে,

কাছে এলে লাজে সরে থাকি..

মধু মালতী গো তুমি জানো নাকি

মধু মালতী গো তুমি জানো নাকি,

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে।

-----------------------

নিজেরে লয়ে যে ওগো একি খেলা

আমি খেলে যাই সারা বেলা,

হায় নিজেরে লয়ে যে ওগো একি খেলা

আমি খেলে যাই সারা বেলা,

-------------------

কিছু অনুরাগে কিছু অভিমানে

কিছু অনুরাগে কিছু অভিমানে,

মাঝে মাঝে সেযে কেন ব্যথা বয়ে আনে

হাঁসি দিয়ে আমি তারে ঢাকি,

মধু মালতী গো তুমি জানো না...

মধু মালতী গো তুমি জানো নাকি

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে,

দুটি আঁ-খি কোনে কার ছায়া দোলে,

-সমাপ্ত-

更多সন্ধ্যা মুখোপাধ্যায়熱歌

查看全部logo

猜你喜歡