menu-iconlogo
huatong
huatong
avatar

আমার হৃদয়ে হৃদয়ো দিয়া

সাজ্জাদ নুরhuatong
Md.Raton_ABS🇧🇩huatong
歌詞
作品
থাকো বন্দু হিয়ারও মাজাারে

শিল্পীঃসাজ্জাদ নুর

uploaded by

Md.Raton_ABS🇧🇩

=================

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া,

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া

রাখিব তোমারে রে বন্ধু,

রাখিব তোমারে,

থাকো বন্ধু হিয়ারও মাঝারে,

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া

আমি হৃদয়ে হৃদয় ও দিয়া

রাখিবো তোমারে রে বন্ধু

রাখিবো তোমারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

===================

Choice by কইতাম না

===================

তুমি হেনো বন্ধু আমার

নাহি গো সংসারে,

তুমি হেনো বন্ধু আমার

নাহি গো সংসারে

আমি যেদিকে ফেরাবো আখি,

দেখি যে তোমারে রে বন্ধু

দেখি যে তোমারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

===================

Choice by কইতাম না

===================

প্রেম আনন্দে আনন্দিত

আছো পঞ্চ সুরে,

প্রেম আনন্দে আনন্দিত

আছো পঞ্চ সুরে

আমি তোমায় নিয়ে

খেলবো পাশা,

অন্তুরে বাহিরে রে বন্ধু

অন্তরে বাহিরে,

থাকো বন্ধু হিয়ারো মাঝারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

===================

Created by ABS

===================

দিনহিন কয় বিকাইয়াছি

ওই রাঙ্গা চরণে,

দিন হিন কয় বিকাইয়াছি

ওই রাঙা চরণে

আমার মরণও বারণও হবে,

তোমার দরশনেরে বন্ধু

তোমার দরশনে

থাকো বন্ধু হিয়ার ও মাঝারে

থাকো বন্ধু হিয়ার ও মাঝারে

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া

রাখিবো তোমারেরে বন্ধু

রাখিবো তোমারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া

আমি হৃদয়ে হৃদয়ও দিয়া

রাখিব তোমারেরে বন্ধু

রাখিবো তোমারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

থাকো বন্ধু হিয়ারও মাঝারে

===================

更多সাজ্জাদ নুর熱歌

查看全部logo

猜你喜歡