মা, আমার মা
রাগ কোরো না
তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই
সুখে-দুঃখে ওই বুকে দিয়ো শুধু ঠাঁই
মা, আমার মা
রাগ কোরো না
তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই
সুখে-দুঃখে ওই বুকে দিয়ো শুধু ঠাঁই
মা, আমার মা
রাগ কোরো না
_______RΞZΛ
আঁতুড় ঘরে মাথা রেখে, মাগো, তোমার কোলে
দেখেছিলাম এই দুনিয়া আমি চোখ মেলে
_______RΞZΛ
আঁতুড় ঘরে মাথা রেখে, মাগো, তোমার কোলে
দেখেছিলাম এই দুনিয়া আমি চোখ মেলে
আজ কেন গো, মা
ওই কোলে রাখো না?
এই কপালে চুমু দিয়ে আদর করো না?
মা, আমার মা
রাগ কোরো না
তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই
সুখে-দুঃখে ওই বুকে দিয়ো শুধু ঠাঁই
মা, আমার মা
রাগ কোরো না
_______RΞZΛ
তোমার মুখে একটু হাসি না যদি মা দেখি
আমার ভুবন আঁধারেতে যায় যেন ঢাকি
_______RΞZΛ
তোমার মুখে একটু হাসি না যদি মা দেখি
আমার ভুবন আঁধারেতে যায় যেন ঢাকি
মুখ খুলো গো, মা
একটু হাসো না
এই আঁচলে বেঁধে রাখো, আমায় ছেড়ো না
মা, আমার মা
রাগ কোরো না
তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই
সুখে-দুঃখে ওই বুকে দিয়ো শুধু ঠাঁই
মা, আমার মা
রাগ কোরো না
_______RΞZΛ