তোর হাসি যেনো বিশাল ছক্কা,,
আসিফ আকবর
তোর হাসি যেনো বিশাল ছক্কা যায়না ধরা কেচ
আজ প্রেমের মাঠে তোরই সাথে জমবে দারুণ ম্যাচ
তোর হাসি যেনো বিশাল ছক্কা যায়না ধরা কেচ
আজ প্রেমের মাঠে তোরই সাথে জমবে দারুণ ম্যাচ
দৃষ্টি তোরই বাউন্ডারি হে
দৃষ্টি তোরই বাউন্ডারি
ভালোবেসে মরতে পারি করলি মন চুরি
প্রেমের ব্যাটে বলে যুদি যায়রে মিলে
হবে হাজার সেঞ্চুরি
প্রেমের ব্যাটে বলে যুদি যায়রে মিলে
হবে হাজার সেঞ্চুরি
তোর পেছনে ঘাম ঝরাতে
করি বডি বিল্ডিং
সকাল দুপুর তোর বাড়ির সামনে
মারি আমি ফিল্ডিং
তোর পেছনে ঘাম ঝরাতে
করি বডি বিল্ডিং
সকাল দুপুর তোর বাড়ির সামনে
মারি আমি ফিল্ডিং
ঐ রূপে জ্বলছি আমি
আরে ঐ রূপে জ্বলছি আমি
ফোটতে রাজি বলছি বুঝলি সুন্দরী
প্রেমের ব্যাটে বলে যুদি যায়রে মিলে
হবে হাজার সেঞ্চুরি
প্রেমের ব্যাটে বলে যুদি যায়রে মিলে
হবে হাজার সেঞ্চুরি
এই খেলাতে নেই আম্পায় নেইতো কোনো কোচ
গ্যালারীতে থাকবে না কেউ
করিস না সংকোচ
এই খেলাতে নেই আম্পায় নেইতো কোনো কোচ
গ্যালারীতে থাকবে না কেউ
করিস না সংকোচ
ভালোবাসার এই ক্রিকেটে
আরে ভালোবাসার এই ক্রিকেটে
এক জনমের এক টিকেটে ম্যাচ টা ফিক্সট করি,,,