ভালোবাসার বসত বাড়ি রে //বারী সিদ্দিকী
ভালোবাসার বসত বাড়ি রে........
তোমার ভালোবাসার বসত বাড়ি রে বন্ধু...তোমার
ভালোবাসার বসতবাড়ি রে বন্ধু ....আজও
দেই পাহারা বসে
আমি দেই পাহারা বসে
চোখের সামনে সব কিছু আজ পড়ছে খসে খসে
আমি আর কতকাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় বসে. ....আমি
আর কতকাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় বসে
ভালোবাসার বসত বাড়ি রে বন্ধু.....
==================
আপলোড বাই==আতিক==
==================
প্রেম দিয়া দালান করলা দরজা কইরা অন্তর
আসা যাওয়া করতা তুমি নিতা আমার খবর রে
নিতা আমার খবর
===================
প্রেম দিয়া দালান করলা দরজা কইরা অন্তর
আসা-যাওয়া করতা তুমি নিতা আমার খবর রে নিতা আমার খবর
এত ভালোবাইসা আমায় রে বন্ধু.....হায়রে
এত ভালোবাইসা আমায় রে বন্ধু... আজও
ভুইলা রইলা কোন দোষে...হায়রে
ভুইলা রইলা কোন দোষে
চোখের সামনে দেখি রে সব পড়ছে খসে খসে
আমি আর কতকাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় বসে. ....আমি
আর কতকাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় বসে
ভালোবাসার বসত বাড়ি রে বন্ধু........
=====================
আপলোড বাই==আতিক==
=====================
প্রাণ প্রিয়া নিঠুর জ্বালা দিওনা আমায়
আমি মইরা গেলে আদর কে করবে তোমায় রে
কে করবে তোমায়
=====================
প্রাণ প্রিয়া নিঠুর জ্বালা দিও না আমায়
আমি মইরা গেলে আদর কে করবে তোমায় রে
কে করবে তোমায়
স্মৃতি নামের ময়না পাখিরে আমার...হায়রে
স্মৃতি নামের ময়না পাখিরে আমার
বুকের খাচায় মন পোষে
হায়রে বুকের খাচায় মন পোষে
চোখের সামনে সব কিছু আজ পড়ছে খসে খসে
আমি আর কতকাল থাকবো রে নিষ্ঠুর
তোরই আশায় বসে আমি
আর কতকাল থাকবো রে নিষ্ঠুর
তোরই আশায় বসে
ভালোবাসার বসত বাড়ি রে বন্ধু...তোমার
ভালোবাসার বসতবাড়ি রে বন্ধু ...আজও
দেই পাহারা বসে
আমি দেই পাহারা বসে
চোখের সামনে সব কিছু আজ পড়ছে খসে খসে
আমি আর কতকাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় বসে আমি
আর কতকাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় বসে
ভালোবাসার বসত বাড়ি রে বন্ধু..... তোমার
ভালোবাসার বসত বাড়ি রে..........
ধন্যবাদ