PUNOM7 ROCK BAND
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
FOLLOW BY
PUNOM7 ROCK BAND
জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও…কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
FOLLOW BY
PUNOM7 ROCK BAND
আঁকা বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও..পদ্মকাঁপা দিঘী ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
THANK YOU