menu-iconlogo
huatong
huatong
abdul-jabbar-ek-buk-jala-nie-bondhu-tumi-cover-image

Ek Buk Jala Nie Bondhu Tumi

Abdul Jabbarhuatong
shelly69xhuatong
歌詞
作品
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

ছিলাম কোথায় আমি

বলো তুমি কোথায় ছিলে

ছিলাম কোথায় আমি

বলো তুমি কোথায় ছিলে

এক পলকের দেখায়

যানি মন কেরে নিলে

আ আ আআ আ ও ও ওও ও

মনের টানে যদি আপন হলে

মন কেন লুকোতে চাও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

কথা দিলাম বন্ধু

সাথী হয়ে রইবো পাশে

কথা দিলাম বন্ধু

সাথী হয়ে রইবো পাশে

তোমার তরে যদি

মরতে হয় মরব হেসে

আ আ আআ আ ও ও ওও ও

বন্ধুর বাধনে আজ তুমি

আমায় বেধে নাও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

更多Abdul Jabbar熱歌

查看全部logo

猜你喜歡