ওগো ত্বন্নি তনুলতা বন্নি আখী
বলোনা তোমায় আমি কি নামে ডাকি
ওগো ত্বন্নি তনুলতা বন্নি আখী
বলোনা তোমায় আমি কি নামে ডাকি।
শিমুল পলাশ নাকি জুই চামেলী
টগর বকুল নাকি চাম্পা কলি
শিমুল পলাশ নাকি জুই চামেলী
টগর বকুল নাকি চাম্পা কলি
কোন নামে তোমাকে যে হৃদয়ে রাখি
আমি কোন নামে তোমাকে যে হৃদয়ে রাখি
ওগো ত্বন্নি তনুলতা বন্নি আখী
বলোনা তোমায় আমি কি নামে ডাকি
ওগো ত্বন্নে তনুলতা এই লগনে
একোন সুরের দোলা দিলে গো মনে
দিলে গো মনে
ওগো ত্বন্নে তনুলতা এই লগনে
একোন সুরের দোলা দিলে গো মনে
দিলে গো মনে
উদাস বাউরে মন পাখনা মেলি
হারালো কোথায় আজ বেদনা ভুলি
উদাস বাউরে মন পাখনা মেলি
হারালো কোথায় আজ বেদনা ভলি
আমার মনের মণি হলে তুমি কি
ওগো আমার মনের মণি হলে তুমি কি
ওগো ত্বন্নি তনুলতা বন্নি আখী
বলোনা তোমায় আমি কি নামে ডাকি
ওগো ত্বন্নি তনুলতা বন্নি আখী
বলোনা তোমায় আমি কি নামে ডাকি
বলোনা তোমায় আমি কি নামে ডাকি
বলোনা তোমায় আমি কি নামে ডাকি।