menu-iconlogo
huatong
huatong
avatar

Banshi Keno Gai By Surajit Paul

Aditi Chakrabortyhuatong
Singer_Surajithuatong
歌詞
作品
ও…….. বাঁশি হায়…

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ..আ..আ….

বাঁশি কেন গায়

পাসানিসা পাসানিসা

মানিধানি মানিধানি

মাধাপাধা সামাগামা

সারেগামা রেগামাপা গামাপাধানিসা

ও বাঁশি….

কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে

হৃদয় মাতাল হত ফাগুনের গন্ধে

কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে

হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে

সে গেল কোথায়? আমি বা কোথায়?

যদি না জানা, আ..আ..আ….

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ..আ..আ….

বাঁশি কেন গায়

গামাপা-পা.. সানিধা…

মাপাধানি… ধানিসা…

সাগামাপা গামাপাধা মাপাধানি নিনিসা

সাগামাপা-পা গামাপাধা-ধা মাপাধানি নিনিসা

সানিধা নিধাপা ধাপামা পামাগা

সারেগা.রেগামা.গামাপা.পাধানিসা

তমাল কদম্ব আমার গোপিনী সখিনী

যমুনা উজান গেছে আর তো দেখিনি

তমাল কদম্ব আমার গোপিনী সখিনী

যমুনা উজান গেছে আর তো দেখিনি

সবই যদি যায়, ধূলিতে মিলায়

তবু কেন হায়…….

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ..আ..আ….

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ..আ..আ….

বাঁশি কেন গায়

ও বাঁশি…...

更多Aditi Chakraborty熱歌

查看全部logo

猜你喜歡