uploded_by_kumar_mit 
হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম 
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম 
হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম 
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম 
যশোদা জননী বলে জাদু বাছাধন 
যশোদা জননী বলে জাদু বাছাধন 
অষ্টতর শত নাম পেল নারায়ণ 
হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম 
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম 
দেবযদুগর নামে ডাকে যুধিষ্টির 
দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর 
ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন 
ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন 
অষ্টতর শত নাম পেল নারায়ণ 
হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম 
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম 
নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ 
বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র 
দয়ানিধি নাম রাখে আতুর সুজন 
দয়ানিধি নাম রাখে আতুর সুজন 
অষ্টতর শত নাম পেল নারায়ণ 
হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম 
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম 
মনি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে 
সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে 
ননী চোরা নাম রাখে গোপবালা গণ 
ননী চোরা নাম রাখে গোপবালা গণ 
অষ্টতর শত নাম পেল নারায়ণ 
হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম 
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম