menu-iconlogo
huatong
huatong
avatar

Jonak Poka

Adnan Kabirhuatong
nhudginsbhuatong
歌詞
作品
আমার আকাশের তারাগুলো জ্বলে না রে হায়

কোন শহরের আলো দিয়ে কারে খুঁজে যাই

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

কত জনের কত কথা আজও আমায় ভাবায়

সেই কথা ভেবে আমার ব্যাথার জোয়ার বাড়াই

Napa Extra এখন আমার কাজে দেয় না হায়

অবিরত ব্যথা করে মনের পিঞ্জিরায়

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

কত শত চিঠি হায় রে নষ্ট হয়ে যায়

পোষ্ট অফিসের পিয়নটাও আমায় খুঁজে বেড়ায়

নাইওর হইয়া সে তো আজ নিলো রে বিদায়

চিঠি পড়ার এখন তাহার সময় আর নাই

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

তুমি আজ সেজে আছো রঙিন কাপড় দিয়ে

তোমার ঘৃণার মানুষ ঘুমায় সাদা কাপড় নিয়ে

দেখবো না কখনো হায় এই পৃথিবীর আলো

তুমি ছাড়া শূন্য মহল শুধুই ধূসর কালো

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

জোনাক পোকা হইছে আপন কাছের মানুষ তাই

অন্ধকারে এখন আমায় আলো দিয়ে যায়

更多Adnan Kabir熱歌

查看全部logo

猜你喜歡