menu-iconlogo
logo

amar kosto gulo amar majhe rakhi

logo
avatar
Ahsan/farabelogo
🦋⃟"💠𝐑𝐈𝐏𝐎𝐍🦋⃟💠🅶🅶🅶logo
前往APP內演唱
歌詞
?‍ ছেলে.........৷ ও........ আ.......ও…......(২)

আমার....কষ্ট গুলো......

আমার মাঝেই রাখি

আর মাঝে মাঝে চারি পাশে,তোমার স্পর্শ খোজি

আমার কান্না গুলো

তোমার আকাশের বৃষ্টি

কি অপূর্ব করে বিধাতা.. করেছে তোমায় সৃষ্টি

আমি অন্য কিছু চাইনা... সারাক্ষণ তোমায় কেন পাই না

এত কাছে আছো তুমি তবু কেন ছুঁতে পারিনা

আমি কিচ্ছু বুঝতে চাই না.. শুধু একটু দেখা দাও না

আমি তোমার জন্য পাগল এটা কেন বুঝনা.......

…....................রিপন রক?।

অ..…................ও........................৷

?‍ মেয়ে.........৷ মুঠো ভরা স্বপ্ন নিয়ে....... বাতাস আমার দিচ্ছে ছুঁয়ে

...রিপন রক?।

...রিপন রক?।

?‍ মেয়ে......।আকাশ হতে....... চাইছে এমন

উড়ন্ত..........মন নেই তো বারণ

?‍ ছেলে........আমি আকাশের সেই বৃষ্টিতে শুধু ভিজে যাব

আমি অন্য কিছু চাইনা... সারাক্ষণ তোমায় কেন পাই না

এত কাছে আছো তুমি তবু কেন ছুঁতে পারিনা

আমি কিচ্ছু বুঝতে চাই না.. শুধু একটু দেখা দাও না

আমি তোমার জন্য পাগল এটা কেন বুঝনা.......

৷৷৷৷৷৷৷ রিপন রক?।

।।।।।।...রিপন রক?।

মেয়ে?‍ ) নিভু নিভু আলো জ্বেলে.....

কান্না গুলো........... কথা বলে.........

ভিতর শুয়ে.......যাচ্ছে যে জল

চলনা এ মন...... তার সাথে চল

?‍ ছেলে).....পড়েছি আমি হৃদয় জুড়ে যেন রক্তক্ষরণ

রিপন রক?।

...রিপন রক?।

?‍ মেয়ে)........আমি অন্য কিছু চাইনা... সারাক্ষণ তোমায় কেন পাই না

এত কাছে আছো তুমি তবু কেন ছুঁতে পারিনা

আমি কিচ্ছু বুঝতে চাই না.. শুধু একটু দেখা দাও না

আমি তোমার জন্য পাগল এটা কেন বুঝনা.......

amar kosto gulo amar majhe rakhi Ahsan/farabe - 歌詞和翻唱