menu-iconlogo
huatong
huatong
avatar

Durga Maa

Akassh/Haimantihuatong
Dipu543210huatong
歌詞
作品
বছর বছর আসতে হবে

তোমায় দূর্গা মা

দশভূজায় আসতে হবে

তোমায় দূর্গা মা (x2)

ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি

ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি

মা গো জগৎ জুড়ে তোমার মহিমা ..

তোমার আমার সবার ঘরে আসবে দূর্গা মা

জয় মা..

বছর বছর আসতে হবে তোমায় দূর্গা মা

দূর্গা মা, দূর্গা মা, দূর্গা মা, দূর্গা মা

ষষ্ঠী তে মায়ের বোধন

সপ্তমীতে অবগাহন

অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পূজার হবে আয়োজন

ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি

ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি

মা গো জগৎ জুড়ে তোমার মহিমা ..

শারদীয়ায় সবার ঘরে

আসবে দূর্গা মা, জয় মা

বছর বছর আসতে হবে তোমায় দূর্গা মা

বোলো দূর্গা মাইকী, জয়

নবমীর ভোগ প্রসাদে

পরান ভরে সুখের স্বাদে

দশমীর বিদায় বেলাতে

সিঁদুর খেলায় মন কাঁদে

ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি

ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি

মা গো জগৎ জুড়ে তোমার মহিমা ..

আসছে বছর আবার ফায়ার এসো দূর্গা মা

জয় মা..

বছর বছর আসতে হবে তোমায় দূর্গা মা

দূর্গা মা, দূর্গা মা, দূর্গা মা, দূর্গা মা

更多Akassh/Haimanti熱歌

查看全部logo

猜你喜歡