পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর তৃতীয় কারন, নেই বলতে বারণ
তোমায় আপন করে পাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর তৃতীয় কারন, নেই বলতে বারণ
তোমায় আপন করে পাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া...
যে ভালবাসা, শেষ হয়েও হয় না
হয়ে যায় অন্তহীন
জীবনের মূল্য, নয় সমতুল্য
কভু শোধ হয় না যে রিন
যে ভালবাসা, শেষ হয়েও হয় না
হয়ে যায় অন্তহীন
জীবনের মূল্য, নয় সমতুল্য
কভু শোধ, হয় না যে রিন
আর এই মনে হয়
বেঁচে থাকা যে সময়
তোমার কথায় সুরে গাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর তৃতীয় কারন, নেই বলতে বারণ
তোমায় আপন করে পাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া...
এই তুমি আমি, নয় গো দুজনার
একি প্রাণ একি মন
এই দেহ মোরে, যাবে জানি জরে
দূরে যদি রও কিছুক্ষন
এই তুমি আমি, নয় গো দুজনার
একি প্রাণ একি মন
এই দেহ মোরে, যাবে জানি জরে
দূরে যদি রও কিছুক্ষন
আর নেইকো বলার
কোন পথও চলার
তোমার প্রাণে শুধু চাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর তৃতীয় কারন, নেই বলতে বারণ
তোমায় আপন করে পাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর তৃতীয় কারন, নেই বলতে বারণ
তোমায় আপন করে পাওয়া
পৃথিবীতে প্রথমত আশা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া...