menu-iconlogo
huatong
huatong
arifur-rahman-jony-tomar-obhishare---shakhawat-hn-uchiha-cover-image

Tomar Obhishare - তোমার অভিসারে [ Shakhawat_hn & UCHiHA ]

Arifur Rahman Jonyhuatong
🍁SAKHAWAT_hn🀄️🅸🅲🅾🅽🀄️huatong
歌詞
作品
“তোমার অভিসারে”

By Arifur Rahman Jony

Track arrangement: UCHiHA

=================

এখনো কি কাঁদো...,

আঁকো আমার ছবি তোমার

অশ্রু জলে.....

এখনো কি ভাবো

নি:শ্বেস হয়ে যাবে

আমার অভিশাপ.....পেলে

এখনো কি স্মৃতিগুলো

তোমার সিলিং এ

ভেসে বেড়া…য়

এখনো কি আমা…য়

হারানোর আক্ষেপ

তোমায় পোড়া…য়

[হ্যাঁ আমি উন্মাদ,

মত্ত পাগল, নির্বোধ;

তাই বুঝিনি তুমি নির্দয়

মিথ্যেবাদী প্রতারক!]

যাইহোক সব কথা ফেলো

এখন কেমন আছো বলো?

অন্যকারো বাহুডোরে

নিশ্চই সব যাচ্ছে ভালো

কান্না কান্না চোখ নিয়ে

এখনো কি মিথ্যে বলো?

কাঁপা স্বরে তাকে ও কি

মিথ্যে ভালোবাসি বলো...ও…ও

ও…ও…ও…ও

হো ...হো......

ও…ও…ও…ও…ও…

**********************

Uploaded_by: Shakhawat

Collaborated by: UCHiHA

**********************

বড় ঘৃনা লাগে ভাবতে

খুন চেপে বসে রক্তে …

ইচ্ছে করে...নিঃশেষ করে দেই

সব জ্বালিয়ে পুড়িয়ে

পরক্ষণেই ক্লান্ত লাগে

সব শূণ্যতা আঁকড়ে ধরে

সব অভিযোগ মেনে নিয়ে

ধ্বংস করছি নিজেকে

হ্যাঁ আমি আজও বুঝিনি

এতগুলো সময় কেনো ছিলে

আর এই ভেবে অবাক লাগে

ঠিক কেন তুমি এসেছিলে?.....

যাইহোক সব কথা ফেলো

এখন কেমন আছো বলো?

অন্যকারো বাহুডোরে

নিশ্চই সব যাচ্ছে ভালো

কান্না কান্না চোখ নিয়ে

এখনো কি মিথ্যে বলো?

কাঁপা স্বরে তাকে ও কি

মিথ্যে ভালোবাসি বলো?

[আমাদের আর

কখনো দেখা না হোক

রঙিন এই

পৃথিবীতে অথবা ঐ পরলোক

আমি মেনে নিলাম

সব অভিযোগ দু:খ আর শোক

পৃথিবীর

সব ভালো গুলো তোমার হো…ক]

যাইহোক সব কথা ফেলো

এখন কেমন আছো বলো?

অন্যকারো বাহুডোরে

নিশ্চই সব যাচ্ছে ভালো

কান্না কান্না চোখ নিয়ে

এখনো কি মিথ্যে বলো?

কাঁপা স্বরে,তাকে ও কি,

মিথ্যে ভালোবাসি ব…লো…।।

==ধন্যবাদ==

更多Arifur Rahman Jony熱歌

查看全部logo

猜你喜歡