menu-iconlogo
huatong
huatong
avatar

Aporadhi Song

Arman Alifhuatong
Arindam_Muzik_Zonehuatong
歌詞
作品
একটা সময় তরে আমার সবই ভাবিতাম

তোর মন পিঞ্জিরায় যতন করে আগ্লায়া রাখিতাম।।

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম

একটা সময় তরে আমার সবই ভাবিতাম

তোর মন পিঞ্জিরায় যতন করে আগ্লায়া রাখিতাম।।

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম

ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তরে ঠাই

এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই

ওরে আদর কইরা পিঙ্গিরাতে পুষলাম পাখিরে

তুই যারে যা উইরা যারে অন্য খাচাতে

মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম

ওরে রাইতের পর রাইত জাগিইয়া গান লিখিতাম

আমার সেই গানেরে সুরে তোরে খুজিয়া লইতাম।।

তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম

ওরে রাইতের পর রাইত জাগিইয়া গান লিখিতাম

আমার সেই গানেরে সুরে তোরে খুজিয়া লইতাম।।

ওহন একলা একা সময় গুলা কাটাই কেমনে

এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে?

রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,

তুই দেইখা লো রে ত্রিভূবনে কেউতো কারো নয়

ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

রে রে রে রে..............................

রি রি র .................................

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জ্বলে না

এখন রাত্রি জুইরা কেউতো আর মায়া লাগায় না

কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না

কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতে ও ভীর জমায় না।।

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জ্বলে না

এখন রাত্রি জুইরা কেউতো আর মায়া লাগায় না

কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না

কেউ ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীর জমায় না।।

এখন তারার মতো জ্বলে নেভে কষ্ট গুলারে

আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছিরে

রোজ রাইতের বেলা জোনাক পোকা কানে কানে কয়,

তুই দেইখা লো রে ত্রিভূবনে কেউতো কারো নয়

ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

更多Arman Alif熱歌

查看全部logo

猜你喜歡