menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Acho Ami Achi -Arfin Rumi and Porshi

AR.Rumihuatong
⚡💠সুতোকাটা.ঘুড়ি💠⚡huatong
歌詞
作品

গানঃ তুমি আছো আমি আছি -

শিল্পীঃ আরফিন রুমি এবং পড়শী

👉Upload by AR.Rumi/BDS- Family 👈

🙎‍♂️ছেলেঃ তুমি আছো আমি আছি, দুজনে কাছাকাছি

বোলোনা বলো তুমি ভালোবাসি।

🙎‍♀️মেয়েঃ যদি দেখানো যেতো হৃদয় চিরে

দেখতে সেখানে আছে তোমার ছবি ...।

🙎‍♂️ছেলেঃ তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে..

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে

🙎‍♀️মেয়েঃ তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে..

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে।

👉Upload by AR.Rumi/BDS- Family 👈

🙎‍♂️ছেলেঃ হুম আমর মনের, ঘরেতে।

উকি দিয়ে দেখোনা..

সেখানে রয়েছে তোমার ।

প্রেমের ও ঠিকানা।

🙎‍♀️মেয়েঃ দিনে রাতে, তোমাকে, ভেবেছি যে স্বপনে ....।

ভালোবেসেছি, কতোনা, আনমনে গোপনে।

🙎‍♂️ছেলেঃ হো তুমি কাছে আসোনা, আপন করে

রাখোনা।

🙎‍♀️মেয়েঃ তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে..

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে

🙎‍♂️ছেলেঃ তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে...

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে।

👉Upload by AR.Rumi/BDS- Family 👈

🙎‍♂️ছেলেঃ হুম সুখে দুঃখে, চিরদিন, পাশে পাশে থাকবো..

ভালোবেসে, তোমাকে, বুকে ধরে রাখবো।

🙎‍♀️মেয়েঃ তোমার চেয়েও, বেশি আমি।

ভালোবাসবো।

ভালোবেসে যাবো আমি, যতদিন বাচবো।

🙎‍♂️ছেলেঃ হো তুমি কাছে আসোনা।

আপন করে রাখোনা।

🙎‍♀️মেয়েঃ তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে..

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে।

তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে...

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে।

তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে...

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে।

তুমি হাত বাড়িয়ে নাও, জড়িয়ে...

ভালোবাশা দিয়া দাও রাঙিয়ে।

👉Upload by AR.Rumi/BDS- Family 👈

更多AR.Rumi熱歌

查看全部logo

猜你喜歡