menu-iconlogo
logo

Mon Bari

logo
歌詞
:-মন বাড়ি:-

নিয়েছি খুজে মন তোমার মনবাড়ি

নিয়েছি খুজে মন তোমার মনবাড়ি

এভাবে দূরে আর থাকতে কি পারি

আমি তোমারি আছি তোমাকে নিয়ে বাচি

আমি তোমারি আছি তোমাকে নিয়ে বাচি

তুমিও থেকো আমারই...

নিয়েছি খুজে মন তোমার মনবাড়ি

এভাবে দূরে আর থাকতে কি পারি

একটা সকাল গল্প শুনায়ে

একটা স্বপ্ন চোখের কোনায়ে

সহজ অবুজ ইচ্ছেগুলো

তোমায়ে জরাতে চায়

ও ও একটা সকাল গল্প শুনায়ে

একটা স্বপ্ন চোখের কোনায়ে

সহজ অবুজ ইচ্ছেগুলো

তোমায়ে জরাতে চায়

আমি তোমারি আছি তোমাকে নিয়ে বাচি

আমি তোমারি আছি তোমাকে নিয়ে বাচি

তুমিও থেকো আমারই...

নিয়েছি খুজে মন তোমার মনবাড়ি

এভাবে দূরে আর থাকতে কি পারি

একটা চিঠি একটা খামে

লিখে দিলাম তোমার নামে

পোউছেযাবে সময় হলে

তোমারই থিকানায়

ও একটা চিঠি একটা খামে

লিখে দিলাম তোমার নামে

পোউছেযাবে সময় হলে

তোমারই থিকানায়

আমি তোমারি আছি তোমাকে নিয়ে বাচি

আমি তোমারি আছি তোমাকে নিয়ে বাচি

তুমিও থেকো আমারই...

নিয়েছি খুজে মন তোমার মনবাড়ি

এভাবে দূরে আর থাকতে কি পারি

Mon Bari Asif Akbar/Maria Alom - 歌詞和翻唱