menu-iconlogo
logo

যখনি ভাবি আমি তোমার কথা

logo
歌詞
যখনি ভাবি আমি তোমার কথা

তোলপাড় করে বুকে বিষন্নতা

যখনি ভাবি আমি তোমার কথা

তোলপাড় করে বুকে বিষন্নতা

এক থাকার ব্যথা আগে বুজিনি

ও সজনী কেনো,কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও..সজনী কেনো,কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখনি ভাবি আমি তোমার কথা

তোলপাড় করে বুকে বিষন্নতা

এক থাকার ব্যথা আগে বুজিনি

ও সজনী কেনো,কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও..সজনী কেনো,কথা দিয়ে তুমি কথা রাখোনি।

চোখের আড়াল হয়েছো তুমি

কখনো ফিরে আসোনি

ও চোখের আড়াল হয়েছো তুমি

কখনো ফিরে আসোনি

এভাবে হারালে কেনো বলে যাওনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও..সজনী কেনো,কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখনি ভাবি আমি তোমার কথা

তোলপাড় করে বুকে বিষন্নতা

এক থাকার ব্যথা আগে বুজিনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি।

সুখের প্রহর ফুরিয়ে গেছে

দুঃখ কে ঘিরে রাখি

ও সুখের প্রহর ফুরিয়ে গেছে

দুঃখ কে ঘিরে রাখি

তুমি ছাড়া কি করে থাকি একাকী

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখনি ভাবি আমি তোমার কথা

তোলপাড় করে বুকে বিষন্নতা

এক থাকার ব্যথা আগে বুজিনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখনি ভাবি আমি তোমার কথা

তোলপাড় করে বুকে বিষন্নতা

এক থাকার ব্যথা আগে বুজিনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী কেনো,কথা দিয়ে তুমি কথা রাখোনি।

ধন্যবাদ সবাইকে

যখনি ভাবি আমি তোমার কথা Asif Akbar - 歌詞和翻唱