চার দুয়ারের মাঝে শুয়াইয়া.....
আগরবাতির সুভাষ ছড়ায়! (২ বার)
আমারে দেখতে আসিবে
কেহ কান্নায় ভাসিবে!
ঢাকিবে দেহটারে
থান কাপড়ের তলে।
ও মা মইরা গেছে তোমার পাগল ছেলে
ও মা মইরা গেছে তোমার পাগল ছেলে!
মাগো মইরা গেছে তোমার পাগল ছেলে।
এখন আর তোমার ছেলে
করবে না পাগলামী!
এখন আর ডাকলে ও মা
আসবো না আর আমি। (২ বার)
কইরা দিও মাফ
মাগো দিও না অভিশাপ!
তোমার মত এই দুনিয়ায়
আপন নাহি মিলে।
ও মা মইরা গেছে তোমার পাগল ছেলে
মাগো মইরা গেছে তোমার পাগল ছেলে!
ও মা মইরা গেছে তোমার পাগল ছেলে।
কত কি বায়না ছিলো
স্বপ্ন ছিলো হাজার!
সব কিছু ছাইড়া যাবো
থাকবে কি আর আমার । (২ বার)
গোসল করাইয়া
সাদা কাফন পরাইয়া!
মাটিতে শুয়াইবে মা
তুমি বিদায় দিলে।
ও মা মইরা গেছে তোমার পাগল ছেলে
ও মা মইরা গেছে তোমার পাগল ছেলে!
মাগো মইরা গেছে তোমার পাগল ছেলে।