menu-iconlogo
huatong
huatong
aurthohin-nikristho-1-cover-image

Nikristho 1

Aurthohinhuatong
A.N.M.TahmidulKarimAhuatong
歌詞
作品
ইয়া...!

উঊ...!

কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই?

শুরু কিংবা শেষ……অথবা মাঝামাঝি?

You are making me sick!

বজ্রপাত হোক আর না হোক…ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক

চারিপাশ যে থাকবে তোমারি সবসময়েই অন্ধকার

তুমি বলেছিলে মানুষ বদলায়

আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা…হারিয়ে গেছে

তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখনো কেঁপে ওঠার কথা?

অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা?

আমার আর আগের মত কান্না পায় না

আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা

আমার এক ফোটা রক্ত,

তোমার মানসিক ভারসাম্যহীন ন’পুংষক

চিন্তাধারার চেয়ে অনেক দামী

তুমি বলেছিলে মানুষ বদলায়

আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা…হারিয়ে গেছে

বজ্রপাত হোক আর না হোক………

হ্যাঁ আমি... জানি মানুষ বদলায়.....

তুমি কখনও...

বদলাবে না ...

কারন তুমি অমানুষ

নিকৃষ্ট.....!

তুমি বলেছিলে মানুষ বদলায়

আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা…হারিয়ে গেছে

তুমি বলেছিলে মানুষ বদলায়

আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা…হারিয়ে গেছে

更多Aurthohin熱歌

查看全部logo

猜你喜歡