menu-iconlogo
huatong
huatong
ayan-sarkar-bidhi-re-cover-image

Bidhi Re

Ayan Sarkarhuatong
mrluckymehuatong
歌詞
作品
বিধি রে বিধি রে ও বিধিরে

Upload_by_Jem Arefin

বিধি রে বিধি রে ও বিধি রে....

একুল ভাঙ্গে ওকুল গড়ে জীবন দরিয়ায়

বাপের বাড়ি ছাইরা কইন্যা

শশুর বাড়ি যায় হায়....

পুতুল খেলার ছেলেবেলা মনে পইড়া যায়

ওও পিছু ফিরা চাইরে কইন্যা

পিছু ফিরা চায়

বিধি রে বিধি রে ও বিধি রে....

মায়ের আদর ভালোবাসা

সেকি ভোলা যায়...হায়

দুটি চোখের জলে যেন

নদী হইয়া যায়..হায়

চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়

••••••••••••••••••••••••

চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়

বিধি রে বিধি রে ও বিধি রে....

এই কুলেতে কইন্যা বিদায়

ঐ কুলেতে বরণ

পথের বাধায় থামেনা তো

সতীর রাঙা চরণ হায়

দুখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়

•••••••••••••••••••••••••••

দুখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়

বিধি রে বিধি রে ও বিধি রে....

Upload_by_Jem Arefin

更多Ayan Sarkar熱歌

查看全部logo

猜你喜歡