menu-iconlogo
huatong
huatong
avatar

Cholo Niralai

Ayon Chakladerhuatong
★𝑴𝑶𝑯𝑶𝑵ܔ🌎𝑾.𝑶𝒇.𝑴🎸huatong
歌詞
作品
M) প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চলো নিরালায় চলো নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছলায়

চলো নিরালায় চলো নিরালায়

পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে...

F) প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চলো নিরালায় চলো নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছলায়

চলো নিরালায় চলো নিরালায়

আপলোড: মোহন

M) আমি আর আমি নই

তোমাতে ডুবিয়া রই

দিয়েছো পাগল করিয়া

উথাল পাথাল মন দরিয়া

F) পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চলো নিরালায় চলো নিরালায়

M+F)মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছলায়

চলো নিরালায় চলো নিরালায়

আপলোড: মোহন

M) তুমি আর একা নও

আমাতে মিশিয়া রও

দেখিয়া রাখিব তো~মায়

পিয়াসী মনের গালিচায়

F) শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে

তুমি প্রতিক্ষণে

M) প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চলো নিরালায় চলো নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছলায়

চলো নিরালায় চলো নিরালায়

=== Wait===

M+F) চলো নিরালায় চলো নিরালায়

চলো নিরালায় চলো নিরালায়

চলো নিরালায় চলো নিরালায়

চলো নিরালায় চলো নিরালায়

আপলোড: মোহন

更多Ayon Chaklader熱歌

查看全部logo

猜你喜歡