জন্ম-মৃত্যু 
কন্ঠঃ আইয়ুব বাচ্চু 
সুরঃ এল.আর.বি. 
******************** 
0:37- তুমি প্রেম, থাকো বুকেরই এই এক পাশে 
তুমি ঝড়, থাকো চোখেরই নীল ...আকাশে 
বিরহ জ্বালা হয়ে কখনও তুমি কান্না হও 
সুখেরই ছবি হয়ে সারারাত 
কখনও কথা কও 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
************** 
2:03- তুমি স্বপ্ন দেখাও, দুঃস্বপ্নের রাত্রি সাজাও 
তুমি হাসতে শেখাও, নিঃসঙ্গ করে পালাও 
তবু তোমায় কল্পনা করে যাই 
তবু তোমার ভেবে আমি সুখ পাই। 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
********************** 
3:29- তুমি পূর্ণতা দাও, শুন্যতার মাঝে ডুবাও 
একটু আশা দাও, সব কিছু কেঁড়েও নাও 
তবু তোমার বন্দনা করে যাই 
তবু তোমার কাছে পেতে চাই। 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
4:20 তুমি প্রেম, থাকো বুকেরই এই এক পাশে 
তুমি ঝড়, থাকো চোখেরই নীল ...আকাশে 
বিরহ জ্বালা হয়ে কখনও তুমি কান্না হও 
সুখেরই ছবি হয়ে সারারাত 
কখনও কথা কও 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও। 
তুমি জন্ম-মৃত্যু 
তুমি এই মারো এইতো বাাঁচাও।