আমি মরে গেলে জানবে তুমি
Room_____No_____774278
====√√√√====√√√√====
[M] আমি মরে গেলে জানবে তুমি
আপন নাকি পর কোনটা ছিলাম
বিরহ না সুখ কোনটা তোমার কাছে
প্রতিদিন আমি পেয়েছিলাম
[F] আমি মরে গেলে জানবে তুমি
আপন নাকি পর কোনটা ছিলাম
Room_____No_____774278
====√√√√====√√√√====
[M] কখনো বলবোনা,
তোমারি কারনে আমি নিঃশেষ হয়েছি
[F] কখনো বলবোনা,
তোমারি কারনে আমি নিঃশেষ হয়েছি
একটা কথাই আজ,বলবো শুধু
তোমার ঘৃণার মাঝে বেঁচে আছি
জানবেনা কোনদিন,
তোমার কাছে আমি কি চেয়েছিলাম
[M]আমি মরে গেলে জানবে তুমি
আপন নাকি পর কোনটা ছিলাম
Room_____No_____774278
====√√√√====√√√√====
F]প্রশ্ন করবোনা,
আমাকে কতোটা তুমি বিশ্বাস দিয়েছো
[M] প্রশ্ন করবোনা,
আমাকে কতোটা তুমি বিশ্বাস দিয়েছো
মিথ্যে প্রেমের ছলে স্বপ্ন ভেঙ্গে দিয়ে
কেনো এ জীবন থেকে সরে গেছো
না হয় ভেবে নেবো,
পেয়েও তোমায় আমি হারিয়েছিলাম
[F]আমি মরে গেলে জানবে তুমি
আপন নাকি পর কোনটা ছিলাম
বিরহ না সুখ কোনটা তোমার কাছে
প্রতিদিন আমি পেয়েছিলাম
[M] আমি মরে গেলে জানবে তুমি
আপন নাকি পর কোনটা ছিলাম.
Thank You All