menu-iconlogo
huatong
huatong
avatar

কবর যেদিন ডাকবে আমায় Kobor Jedin Dakbe

Bangla Islamic Gazalhuatong
miseryinschuatong
歌詞
作品
FOLLOW BY HUSSAIN

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা

মাগরিবেতে ডুবে যাবে রে

কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আরে শিয়রে বসিয়া কাঁদবে

আমরা মা জননী

কোথায় রইলো বাছাধন রে

আরে শিয়রে বসিয়া কাঁদবে

আমরা মা জননী

কোথায় রইলো বাছাধন রে

একবার দেখে যাও আসিয়া

একবার দেখে যাও আসিয়া

মাগরিবেতে ডুবে যাবে রে

কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আরে বরই পাতা গরম জলে

গুসলও ভাই দিয়া

সাদা কাপড় পরাইবো রে

আরে বরই পাতা গরম জলে

গুসলও ভাই দিয়া

সাদা কাপড় পরাইবো রে

ও ভাই জনমের লাগিয়া

ও ভাই জনমের লাগিয়া

মাগরিবেতে ডুবে যাবে রে

কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আরে মনকারনাকির কবরে এসে সওয়াল করিবে

দিন কি তোমার মাবুদ কেবা রে

আরে মনকারনাকির কবরে এসে সওয়াল করিবে

দিন কি তোমার মাবুদ কেবা রে

তখন আমি কি বলিবো

আল্লাহ ছাড়া মাবুদ নাই ওরে

তখন আমি কি বলিবো

আল্লাহ ছাড়া মাবুদ নাই ওরে

কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা

মাগরিবেতে ডুবে যাবে রে

আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা

মাগরিবেতে ডুবে যাবে রে

thank you

更多Bangla Islamic Gazal熱歌

查看全部logo

猜你喜歡