menu-iconlogo
huatong
huatong
avatar

বলবোনা গো আর কোনদিন Bolbona Go Ar Kono Din

Baul Sukumarhuatong
rock30_30huatong
歌詞
作品
বলবো না গো

আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

গান শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

Y

বলেছিলে গো

ভালোবাসি গো

আজ কেন গো

এমন ও হলো

বলেছিলে গো

ভালোবাসি গো

আজ কেন গো

এমন ও হলো

এমন ও হলো

এমন ও হলো

বলবো না গো

আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

ME

YOUNUS MIAH

ভালোবাসা কভু নয় অপরাধ

তাই নিয়ে গো কেন প্রতিবাদ

ভালোবাসা কভু নয় অপরাধ

তাই নিয়ে গো কেন প্রতিবাদ

কেন প্রতিবাদ

কেন প্রতিবাদ

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

আমাকে ফলো করুন আর একটিভ থাকুন

ভালোবাসাতে যে পেয়েছি আঘাত

সেই অনল গো দেহে জলে বার মাস

ভালোবাসাতে যে পেয়েছি আঘাত

সেই অনল গো দেহে, জলে বার মাস

বাউলের অন্তরে

বাউলের অন্তরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলবো না গো

আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

ধন্যবাদসবাইকে

更多Baul Sukumar熱歌

查看全部logo

猜你喜歡