আমার তো কেউ নাই তুমি ছাড়া
বিল্লা খান & নদী
F......হুম... হুম.... হুম....
M-আমার তো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা
আমার আকাশের নীলে নীলে
তুমি নামে শুধু জ্বলে তারা
F-যদি কোনোদিন,হই তুমি হীন
চোখে নামবে খুব শ্রাবন ধারা
M-হো..যদি কোনোদিন,হই তুমি হীন
চোখে নামবে খুব শ্রাবন ধারা
F-আমার তো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা
আমার আকাশের নীলে নীলে
তুমি নামে শুধু জ্বলে তারা..
M-আবগী উঠুনে তোমার হাওয়া.
রৌদ্রর ছুঁয়ে যায় আমাকে..
বলে যায় মন শুধু বারে বার.
তোমার মতো ভালবাসবে কে
F-আবগী উঠুনে তোমার হাওয়া
রৌদ্রর ছুঁয়ে যায় আমাকে
বলে যায় মন শুধু বারে বার
তোমার মতো ভালবাসবে কে
M-হৃদয়ে ডুবে যাও
যেভাবে তুমি চাও
করে দাও পাগল পাড়া...
F-আমার তো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা
M-আমার আকাশের নীলে নীলে
তুমি নামে শুধু জ্বলে তারা
কেউ কফি করবেন না প্লিজ
F-জমানো সুখেরা তোমার নামে
আরো সুখে সুখে মেতেছে
চাওয়া পাওয়াতে শুধু তুমি
তোমার মতো আপন কে আছে
M-জমানো সুখেরা তোমার নামে
আরো সুখে সুখে মেতেছে
চাওয়া পাওয়াতে শুধু তুমি
তোমার মতো আপন কে আছে
F-হৃদয়ে ডুবে যাও
যেভাবে তুমি চাও
করে দাও পাগল পাড়া